কিভাবে অর্ডার করবেন
প্রথমে আপনার পছন্দের প্রোডাক্ট কার্টে যোগ করুন।
“কার্টে যোগ করুন” অপশনে ক্লিক করার পর যোগ ও বিয়োগ চিহ্ন দিয়ে পরিমাণ উল্লেখ করুন। তারপর ওপরে ডান পাশের কার্ট আইকনে ক্লিক করুন। কার্ট আইকনে ক্লিক করলে চেক আউট অপশনে ক্লিক করে আপানর পূর্ণ ঠিকানা দিন।
ঠিকানা ফরম পূর্ণ করার পর ডান পাশে দেখাবে আপনি অর্ডারটি ঢাকার মাঝে ডেলিভারি হবে নাকি ঢাকার বাহিরে । ঢাকার মাঝে ডেলিভারি হলে ঢাকা প্রথম অপশনটি সিলেক্ট করবেন। আর ঢাকার বাহিরে হলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করুন ও প্রদত্ব বিকাশ নাম্বারে ডেলিভারি চার্জ সেন্ড মানি করে আপনার অর্ডার কনফার্ম করুন।
সেন্ড মানি করার সময় রেফারেন্সে আপানর নাম উল্লেখ করুন অথবা বিকাশ নাম্বারে ফোন দিয়ে কনফার্ম করুন।